আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার ভোট নিন WhatsApp এ, নয়া চমক আনছে মেটা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সাম্প্রতিক সময়ে একাধিক নতুন বৈশিষ্ট নিয়ে এসছে WhatsApp। আর সেইসব ফিচার্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন গ্রাহকরা। ইতিমধ্যে আর্থিক লেনদেনের জন্য এসে গেছে WhatsApp Pay, মেসেঞ্জারের মতো মেসেজ রিয়্যাকশন ফিচার নিয়ে আসছে টেক সংস্থা। এবার WaBetaInfo এর রিপোর্টে দাবি, WhatsApp এ ভোট দেওয়া সুবিধা নিয়ে আসছে মেটা।ইতিমধ্যে এই ফিচার নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে মেটা।

 

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার এবং টেলিগ্রামে এই ভোট করার সুবিধা রয়েছে। যেখানে নির্দিষ্ট কোনও বিষয়ের উপর মতামত জানাতে পারেন ব্যবহারকারীরা। ভোটদানের হারের উপর ভিত্তি করে ভোটের রেজাল্ট তত্‍ক্ষণাত্‍ দেখিয়ে দেওয়া হয় । ঠিক সেরকমই গ্রূপ পোল ফিচার আনতে চলেছে WhatsApp।

 

 

কিন্তু WhatsApp এ একজন ব্যবহারকারী একবারে কতগুলি গ্রূপ ভোট তৈরি করতে পারবে এবং ব্যবহারকারীরা সেই ভোটে অংশগ্রহণ করতে কতক্ষন সময় নিতে পারবে তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট WaBetaInfo এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই বৈশিষ্ট চ্যাটের মতোই এন্ড-টু-এনক্রিপ্টেড দ্বারা সুরক্ষিত থাকবে। অতএব ধরা যায়, যারা সেই গ্রূপে থাকবেন কেবল তারাই ভোটে অংশগ্রহণ এবং ফলাফল দেখতে পারবেন।

 

 

এমনকি এও দাবি করা হয়েছে, গ্রূপের সদস্যরা উক্ত ভোটে একাধিক উত্তর নির্বাচন করার সুযোগ পাবেন। কিন্তু যতক্ষণ না সমস্ত বিটা ব্যবহারকারীদের কাছে এটি রোল আউট করা হচ্ছে ততক্ষন অবধি এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব নয়। তবে এই বৈশিষ্ট WhatsApp গ্রাহকদের কাছে অনেকাংশে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

 

 

জানা গিয়েছে, এই বৈশিষ্টটি বর্তমানে ডেভলপমেন্ট প্রক্রিয়ায় রয়েছে। ভবিষত্‍ WhatsApp আপডেটে বৈশিষ্টটি উপলব্ধ হবে। কেবল iOS 22.6.0.70 বিটা ভার্সনে বৈশিষ্ট শনাক্ত করা হয়েছে। সমস্ত বিটা পরীক্ষকদের কাছে এখনও উপলব্ধ হয়নি।

 

See also  বজ্রপাতে পূর্ব বর্ধমানে মৃত ৪ -জখম ৪

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি