সব ছেলেরা খারাপ হয় না
✍️ইন্দ্রাণী
সব ছেলেরা খারাপ হয় না-
ভিড়ের মাঝে ঝুটঝামেলায় মেয়েদের শরীরের সব ছেলেরা স্পর্শ করে না।
সব ছেলেরা খারাপ হয় না
সব ছেলেরা আট-দশটা নয়, খোঁজে একটা বিশ্বস্ত হাতের মলিন ভরা ছোঁয়া।
সব ছেলেরা নষ্ট করেনা টাকা উড়ায় না সিগারেট,চিমনির মতো ধোয়া।
সব ছেলেরা ভিড় বাসে হঠাৎ করে উত্তেজনায় পড়ে না মেয়েদের গায়ে।
বেশ কিছু ছেলেদের হাত মাটিতে আসে ঠেকায় তারা স্ত্রীদের স্নিগ্ধ পায়ে।
বারান্দায় বেলা বোস এখনো বসে আছে ছেলেটা শত চেষ্টা করেও চাকরি সে পায় না।
সব ছেলেরা খারাপ হয় না—
সব ছেলেরা সোশ্যাল মিডিয়ায় মেয়ে খুজে না খুঁজে একটা ভরসা দেওয়ার মতো মুখের আদল।
ভেঙ্গে পড়লে সাহস দেবে কাটিয়ে দেবে সহস্র বছরের জমে থাকা একলা দিনের বাদল।
অনেক ছেলেরা ভবঘুরে হয়ে ঘোরে না এদিক-সেদিক রাস্তায়।
সব ছেলেরা ধর্ষক হয় না কিছু ছেলে মোমবাতি হাতে বেরিয়ে আসে বলে বিচার চাই।
সব ছেলেরা মাসের শেষে বাবার কাছে অসহায় ভাবে হাত পাতে না।
সব ছেলেরা খারাপ হয় না।
সব ছেলেরা মেয়েদের কাঁদায় না,বলে তুই অন্য কারোর সঙ্গে বাঁধিস ঘর।
নিজে নির্দোষ হয়েও বলে আজ না হয় হলাম আমি আপন মনে স্বার্থপর।
আজ নতুন দিনে একটা ভরসা হাতের অভাব খুবই নির্জন আঙিনায়।
কোথায় গেলে তোমায় পাবো আমি তার কাছে যেতে চাই।
সব ছেলেরা তোমার আষ্টেপিষ্টে যৌনতার সুখ ভোগ করতে চায় না।
তাই,সব ছেলেরা খারাপ হয় না
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি