আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“কেউ ভয় পাবেন না! আমরা আছি, নিশ্চিন্তে থাকুন” — এসআইআর প্রসঙ্গে বাংলার জনগণকে অভয়বাণী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম এসআইআর ইস্যুতে রাজ্যজুড়ে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই সরাসরি জনগণের উদ্দেশ্যে অভয়বাণী দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর বার্তা স্পষ্ট — “বাংলার মানুষকে ভয় পেতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল সংগঠন জনগণের পাশে ছিল, আছে, এবং থাকবে”।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের প্রচারে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জবাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দৃঢ় বার্তা। তিনি বলেন, “এসআইআর নিয়ে অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্য সরকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও উন্নয়নের দায়িত্ব নিয়েছে। তাই কেউ আতঙ্কিত হবেন না”।

সেই মর্মে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ হিসেবে বর্ধমান তথা দক্ষিণ-দামোদর এলাকার সাধারণ মানুষকেও স্পষ্ট বার্তা দিলেন মহম্মদ অপার্থিব ইসলাম।


তিনি বলেন, “আমাদের সরকারের অঙ্গীকার — গ্রাম থেকে শহর, প্রত্যেক মানুষের পাশে পৌঁছে যাওয়া। উন্নয়নের ধারাকে কেউ আটকাতে পারবে না। দক্ষিণদামোদর অঞ্চলের কৃষক, শ্রমিক, মহিলা ও যুবসমাজকে আমরা আশ্বস্ত করতে চাই— প্রশাসন ও পঞ্চায়েত ব্যবস্থা আপনাদের সাথেই আছে। গুজবে কান দেবেন না, নিজেরা কাজে মন দিন, আমাদের সরকার আপনাদের সকলের পাশে আছে”। মহম্মদ অপার্থিব ইসলাম আরও বলেন, “এসআইআর নিয়ে বিরোধীরা ভয় দেখাতে চাইলেও আমাদের সেনাপতি অভিষেক বাবুর পরিষ্কার বার্তা-তে গোটা বাংলার মানুষকে পাশাপাশি দক্ষিণ দামোদর বাসীদের আত্মবিশ্বাসী করেছে। তিনি পরিশেষে বলেন, উন্নয়নের পথে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল ও সরকার একসঙ্গে কাজ করছে”।

See also  অসহায় কন্যাদায়গ্রস্ত পিতার পাশে নতুন প্রজন্ম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি