আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাত বাড়লেই পূর্ব বর্ধমানে বাড়ছে বিনা চালানের ওভারলোড বালির লরির যাতায়াত – ক্ষোভে ফুঁষছেন বাসিন্দারা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান
কিন্তু বাস্তবে চলছে ঠিক তার উল্টোটাই ।সন্ধ্যা নামলেই বিনা চালানের অবৈধ ওভারলোড বালির লরি যাতায়াত বাড়ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন সড়ক পথে।অন্যান দিনের মত বুধবার রাতেও ওভারলোড বালি বোঝাই একের পর এক লরি, ডাম্পার রায়নার নতু এলাকার বালি ঘাট বেরিয়ে সড়কপথ ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় ।

রায়না থেকে জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম অঞ্চলের সড়ক পথ পেরিয়ে জামালপুরে হরেকৃষ্ণ কোঙার সেতু হয়ে কলকাতার পথে অবাধে চলে যাচ্ছে বিনা চালানের ওই সব ওভারলোড বালি বোঝাই ট্রাক ও ডাম্পারগুলি । বিনা চালানে ওভারলোড বালি বহনের কথা স্বীকারও করেনেও ট্রাক চালকরা ।

ওভারলোড বালির লরির যাতায়াত বাড়ায় বেরুগ্রাম অঞ্চলে নবনির্মিত সড়কপথ নষ্ট হয়ে গিয়েছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন ।বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ প্রত্যেকদিন সন্ধ্যা নামলেই তাঁদের এলাকার সড়কপথ দিয়ে ওভারলোড বালি বোঝাই ট্রাক ও ডাম্পারের যাতায়াত বেড়ে যায় ।

অথচ সব দেখেও নিরব থাকছে পুলিশ ও ভূমি দপ্তর।এরফলে একশ্রেণীর অসাধু ব্যক্তি মুনাফা লুঠলেও বিপুল পরিমান রাজস্ব লাভ থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার“ ।

See also  ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কলকাতা কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি