গুমোট গরমভাব থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীর। আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতাতে বাড়তে পারে ২ ডিগ্রি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপরে । আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । যেটি উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর বঙ্গের উপর দিয়ে গেছে। সেই কারণেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী তিন থেকে চারদিন উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। মৌসুমী বায়ু কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। নির্ধারিত দিনের প্রায় ছদিন আগে বর্ষা ঢুকে পড়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। নির্ধারিত সময়ে ১ জুন এর তিন দিন আগে বর্ষা ঢুকে পড়ল ভারতের মূল ভূখণ্ডে।
তবে বাংলায় কবে বর্ষা ঢুকবে এখনও তা পরিষ্কার জানায়নি হাওয়া অফিস। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করলেই পরবর্তী পর্যায়ে বাংলায় কবে বর্ষা ঢুকবে জানিয়ে দেবে আবহাওয়া দফতর, এমনই জানা গেছে হাওয়া অফিসের তরফে।