আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গুমোট গরমভাব থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীর। আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতাতে বাড়তে পারে ২ ডিগ্রি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপরে । আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । যেটি উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর বঙ্গের উপর দিয়ে গেছে। সেই কারণেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে।

 

 

উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।  আগামী তিন থেকে চারদিন উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু  প্রবেশ করতে চলেছে। মৌসুমী বায়ু কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। নির্ধারিত দিনের প্রায় ছদিন আগে বর্ষা ঢুকে পড়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। নির্ধারিত সময়ে ১ জুন এর তিন দিন আগে বর্ষা ঢুকে পড়ল ভারতের মূল ভূখণ্ডে।

 

 

তবে বাংলায় কবে বর্ষা ঢুকবে এখনও তা পরিষ্কার জানায়নি হাওয়া অফিস। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করলেই পরবর্তী পর্যায়ে বাংলায় কবে বর্ষা ঢুকবে জানিয়ে দেবে আবহাওয়া দফতর, এমনই জানা গেছে হাওয়া অফিসের তরফে।

See also  সপ্তাহজুড়ে বৃষ্টিস্নাত হবে বাংলা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি