আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নেতাজি স্মৃতি বিজড়িত কালনার জ্ঞানানন্দমঠে নবনির্মিত মন্দির উদ্বোধন, শুরু হয় ১৩৭তম জন্মতিথি ও সপ্তসতী মহোৎসব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত কালনার জ্ঞানানন্দমঠে নবনির্মিত মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শ্রীমৎ স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজের ১৩৭তম জন্মতিথি উপলক্ষে সপ্তসতী মহা চন্ডী মহাযোগ্য অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

মন্দিরের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে জানা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু এই মন্দিরে পদার্পণ করেছিলেন এবং দুই রাত কাটিয়েছেন। তার ব্যবহৃত জিনিসপত্রও এখনও মন্দিরে সযত্নে সংরক্ষিত রয়েছে। মন্দিরটি এক সময় বৈপ্লবিক আখড়া হিসেবে পরিচিত ছিল এবং স্বাধীনতা সংগ্রামের রূপরেখা তৈরি হত এখান থেকেই।

মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় থাকায় কর্তৃপক্ষ নবনির্মাণের সিদ্ধান্ত নেন। মঙ্গলবারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বুধবার নগর পরিক্রমা ও ভক্তিগীতি পরিবেশন অনুষ্ঠানের আয়োজন হয়। বৃহস্পতিবার কয়েক হাজার ভক্তের জন্য নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণের ব্যবস্থা থাকবে।

মন্দিরের দায়িত্বপ্রাপ্ত মহারাজ নৃত্য প্রেমানন্দ অবধূত জানান, “ছাদের উপর দিয়ে জল পড়ত এবং মন্দির ভগ্নপ্রায় অবস্থায় থাকায় নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের সঙ্গে যুক্ত নেতাজি স্মৃতি বিজড়িত ছোট্ট মিউজিয়ামকেও বড় করার পরিকল্পনা রয়েছে, তবে আর্থিক সমস্যার কারণে তা এখনও করা যায়নি। ভবিষ্যতে তা সম্পন্ন হবে”।

See also  কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভবিষ্যৎ অনিশ্চিত হয়েপড়া ছাত্র প্রতিবাদে সরব হতেই তাঁকে পুলিশ দিয়ে ব্যবস্থা নেওয়া হুমকি প্রিন্সিপালের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি