বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- বাবা মোবাইল ফোন কিনে দিতে না পারায় অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। মৃতর
নাম মৃন্ময় শীল(১৬)। তার বাড়ি পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের ভবানীপুর গ্রামে ।শুক্রবার কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে কিশোরের মৃতদেহের ময়নাতদন্ত হয় ।এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পরেছেন মৃতর পরিজন ও প্রতিবেশীরা ।
মৃত কিশোরের বাবা দুলাল শীল একটি সেলুন চালান । তিনি জানিয়েছেন, তাঁর ছেলে মৃন্ময় বেশ কিছুদিন ধরে একটি অ্যনড্রয়েড ফোন কিনে দেবার কথা তাকে বলছিল। দুলাল বাবু বলেন ,লকডাউনে সেলুন ভালো না চলায় তিনি ছেলেকে মোবাইল ফোন কিনে দিতে পারেন নি । কিছুদিন পর কিনেদেবেন বলে ছেলেকে আশ্বাস দিয়েছিলেন। তারজন্য ছেলে মনক্ষুন্ন ছিল ।
তারই মধ্যে বৃহস্পতিবার বেলায় মৃন্ময় রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায় । দুপুরে সে বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয় । পরে সন্ধ্যা নাগাদ বাড়ির অদূরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থার মৃন্ময়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।দুলাল বাবু বলেন , মোবাইল ফোনের জন্য ছেলে নিজের জীবনটা যে এই ভাবে শেষ করে দেবে তা তিনি কল্পনাও করতে পারেন নি । অস্বাভাবিক
মৃত্যুর মামলা রুজু করে কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।