কৃষ্ণ সাহা ( রায়না ) :- বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের “খেলা হবে” মন্তব্যের পর এবার রায়না থেকে উঠল নতুন স্লোগান ” মাঠ তৈরি দেখা যাবে”। রায়না ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মন্ডল এই স্লোগানের প্রবক্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন অঞ্চলের ঘুরে ঘুরে জনসংযোগ যাত্রা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
ভোট ভিক্ষা নয়,বরং দীর্ঘ 10 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু প্রকল্প চালু করেছেন তার প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছে কিনা এবং একুশের বিধানসভা নির্বাচনে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মানুষের কি কি দাবি দাওয়া পুরন করতে হবে সে সম্পর্কে ওয়াকিবহাল হতেই জনসংযোগ যাত্রা। কয়েকদিন আগে বিজেপির পক্ষ থেকে রায়না অঞ্চলে চা এবং টর্চলাইট বিতরণ করা হয় চা চক্রের অনুষ্ঠান থেকে।
সেই বিষয়টিকে কটাক্ষ করেন বামদেব মণ্ডল। এদিনের জনসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সম্পা ধারা, পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত,অঞ্চল প্রধান,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এদিনের জনসংযোগ যাত্রা সেহারা জিপীর বোরা থেকে শুরু হয়ে কোনা, বাজিতপুর, মিরেপোতা বাজার পর্যন্ত করা হয়।