কৃষকসেতু, বলরাম সাহা , রায়না, পূর্ব বর্ধমান:
রায়নার বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের ওপর মিরেপোতা বাজার জহুরী পুকুর এলাকায় একটি নতুন পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন করলেন রায়নার বিধায়ক শম্পা ধারা। ফিতে কেটে পাম্পটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কাইতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মিন্টু, মিরেপোতার পঞ্চায়েত সদস্য সমীর সাঁই সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা।


দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কোনো পেট্রোল পাম্প না থাকায় বাইক ও গাড়িচালক থেকে শুরু করে কৃষকরাও চরম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। পাম্পের অভাবে অনেক সময়ই দূরের পাম্পে যেতে বাধ্য হতেন তারা। ফলে মূল্যবান সময় ও অর্থ নষ্ট হতো। এখন এই পেট্রোল পাম্প চালু হওয়ায় স্থানীয়দের সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই পাম্প তাদের দৈনন্দিন যাতায়াত ও কৃষিকাজে জ্বালানির চাহিদা পূরণে বড় সহায়ক হবে। ফলে এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
