আসন্ন পুজোয় মুক্তি পেতে চলা ছবি ‘রক্তবীজ ২’ নিয়ে ক্রমশ উত্সাহ বাড়ছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ছবির জন্য অপেক্ষার সঙ্গে সঙ্গে দর্শকদের কৌতূহলও বেড়ে চলেছে। উইন্ডোজ প্রযোজিত ছবির ক্ষেত্রে আলাদা মাত্রা থাকবেই—তা গল্পে হোক কিংবা প্রচারের ধরণে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবির আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর বিশেষ প্রচারে জমজমাট আয়োজন করা হল নিউ মার্কেটে।
পুজোর কেনাকাটায় ব্যস্ত নিউ মার্কেট চত্বরেই হঠাৎ চমক। সেখানে উপস্থিত হয়ে গানটির তালে নাচলেন অভিনেত্রী নুসরত জাহান। একঝলকে থমকে দাঁড়ালেন পথচারী ও ক্রেতারা। শপিং করতে আসা মানুষজনও মেতে উঠলেন নতুন গান ও নুসরতের লাইভ পারফরম্যান্সে।

এই উদ্যোগে অংশ নিয়ে উচ্ছ্বসিত নুসরত নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “আমার এরকম অভিজ্ঞতা প্রথমবার। এর আগে কখনও এই অভিজ্ঞতা ঘটার সৌভাগ্য হয়নি। এটা দেখে খুব ভালো লাগল যে খলা জায়গায় হওয়ার দরুণ এই পারফরম্যান্স ভীষণভাবে দর্শক উপভোগ করেছেন। আমি ভীষণ উপভোগ করেছি এই বিষয়টা।”
তবে এ ধরনের চমক একেবারেই নতুন নয়। গত বছরও শিবু-নন্দিতার ছবি ‘বহুরূপী’র জনপ্রিয় গান ‘ডাকাতিয়া বাঁশি’ একইভাবে পুজোর ভিড়ে প্রচার করে তাক লাগিয়েছিল। এবারে ‘রক্তবীজ ২’-এর ক্ষেত্রেও সেই ধারাবাহিকতা বজায়