আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উচ্চ মাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর: পরীক্ষার ৩৯ দিন পর ফল ঘোষণা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের। ফল ঘোষণার পর মেধা তালিকায় জ্বলজ্বল করছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের নাম। প্রথম দশ জনের মেধা তালিকায় ৬৯ জন পরীক্ষার্থীদের নাম। এই ৬৯ জনের মধ্যে প্রথম দশজনে স্থান করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩১ জন ছাত্র।এবারের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয় জয় কার।

শুধুমাত্র দ্বিতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন ছাত্র। তাদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ %।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৪৫,৮৩২। এক নজরে দেখে নেওয়া যাক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফলাফল।৯৮. ৯৫ শতাংশ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থানে অতনু বন্দ্যোপাধ্যায়, অর্কদ্যুতি ধর,অর্ঘিন্ন সরকার, অদ্রিত পাল,প্রত্যুষ মণ্ডল। ৯৮.৯২ শতাংশ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে,সোহম ভৌমিক,৯৮.৪২ শতাংশ নাম্বার পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে,আলেখ্য মাইতি,জয় হিরা, সাগ্নিক ঘটক, ঋতব্রত ঘোষ।

৯৮.৩৮ শতাংশ নাম্বার পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে,সৌম্যদীপ মিশ্র। ৯৭.৮৯ শতাংশ নাম্বার পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেআবির ভট্টাচার্য, অভ্রনীল চক্রবর্তী,স্বতন্ত্র জানা, আয়ুষ ঘোষাল। ৯৭. ৮৪ শতাংশ নাম্বার পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে,সৌহার্দ্য দাস,সৃজন পাল, অলিভ গায়েন, সৌরাশিস দে, অনীশ গাঁতাইত।৯৭.৩৭ শতাংশ নাম্বার পেয়ে নবম স্থান অধিকার করেছে,পল্লবকুমার ভাওয়াল, সমর্পণ বিশ্বাস,সাদমান আবতাহি।

৯৭. ৩০ শতাংশ নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করেছে শুভম রায়,ঋত্বিক দত্ত,শুভদীপ সরকার, সৌমাল্য পাত্র, শুভ্রকান্তি জানা, নৈঋতরঞ্জন পাল।আর এই সকল ছাত্রদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি মহারাজেরা।

See also  ভোট দিলেন স্বপন দেবনাথ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি