আমিরুল ইসলাম
পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বনপাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিবাটি গ্রামের বাসিন্দা ফকির উদ্দিন শেখার অস্বাভাবিক মৃত্যু ঘটে। তার এই মৃত্যুকে ঘিরে রসের দানা বেঁধেছে।আজ সকালে তাকে ভাতার হসপিটাল নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।ফকির উদ্দিন শেখ এর শ্বশুর সোলেমান মন্ডল জানান,আমার মেয়ের সঙ্গে জামাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল।
জামাইয়ের সঙ্গে ওর বোন টগরি খাতুনের জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে মাঝে মধ্যে অশান্তি হতো।টগরি খাতুন বাপ মায়ের জমি জায়গা ভাগ নেবে বলে দাবি জানিয়েছিল জামাইকে বারংবার।গতকাল আমার জামাইয়ের বোন টগরি খাতুন ও তার স্বামী দুজনাই এসেছিল হরিবাটি গ্রামে।
গভীর রাতে আমাকে ফোন করে জানায় জামাই অসুস্থ। এখন এসে তো দেখছি জামাই মারা গেছে।আমার অনুমান আমার জামাই কে মেরে ফেলা হয়েছে ।আমি চাই পোসমাডাম হয়ে সঠিক তদন্ত করুক প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর ভাতারের পরিপাটি গ্রামের এক যুবককে নিয়ে আসা হয়েছে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি থানায়।
আরো পড়ুন-মাথায় ঢিল ছুড়ে মেরে বৃদ্ধাকে খুন – গ্রেপ্তার প্রতিবেশী যুবক