আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুই নাবালিকা বোনের রহস্য মৃত্যু রায়নায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- মৃত অবস্থায় বাড়ির উঠান থেকে উদ্ধার হল দুই নাবালিকা বোনের দেহ । মৃতরা হল সুমি খাতুন (৮) ও রুমি খাতুন (৬)।তাঁদের মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে । শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুল এলাকায়।দুই বোনকে এদিন বিকালে মৃত অবস্থায় ঘরের কাছে উঠানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন রায়না থানায় ।পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান কোনভাবে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ায় দুই নাবালিকার মৃত্যু হয়ে থাকতে পারে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

krishaksetu news bangla

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে দুই নাবালিকার মা অগ্নিদগ্ধ হন । তিনি এখন বাপেরবাড়িতে আছেন। নাবালিকা দুই বোন এদিন নিজেদের বাড়িতেই ছিল । বাড়ির উঠানে থাকা দোলনার কাছেই পড়েছিল দুই নাবালিকা বোনের মৃত দেহ । তাঁদের মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে । বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বোন মারা গিয়েছে বলে স্থানীয়রা দাবি করেন । পুলিশও প্রাথমিক অনুমানে তেমনটাই মনে করছে । তবে আদৌ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে কিভাবে হল সেই বিষয়ে নিশ্চিৎ হতে বিদ্যুৎ দপ্তরকে চিঠি দিয়েছে রায়না থানা ।রায়না থানার ওসি পুলক মণ্ডল বলেন,বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।এব্যাপারে জানতে বিদ্যুৎ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দুই মেয়ের মৃত্যুর কথা রাতে জানার পরেই স্বামী নাজিবুল লায়েকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নাবালিকাদের মা শিউলি বেগম ।তিনি অভিযোগ করেন অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামী নাজিবুল লায়েকের পরকীয়া সম্পর্ক রয়েছে।সেই সম্পর্কের পথ মশ্রিন করতে তার স্বামী তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল।
শিউলি বলেন ,এদিন তাঁর দুই নাবালিকা মেয়েকে নাজিবুল বিষ খাইয়ে প্রাণে মেরে দিয়ে ইলেকট্রিক কারেন্ট খেয়ে মরে যাওয়ার গল্পফাঁদে বলে শিউলি বেগম অভিযোগ তোলেন। এমন অভিযোগ উঠে আসার পরেই স্থানীয়রা নাজিবুলকে ধরে মারধোর শুরু করেদেয় । এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নাজিবুলকে আটক করে । পুলিশ নাজিবুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

See also  ধর্ষণসহ একাধিক অভিযোগে তলব কার্তিক মহারাজকে, রাজনৈতিক তরজা তুঙ্গে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি