স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ি থেকে স্থানিয় সুন্দরপুর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলেন বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের শ্রী রাম পুর গ্ৰামের তৃণমূলের সদস্য মুস্তফা সেখ। আর তর পরেই চৌতপুর গ্ৰাম সংলগ্ন মাঠে তার দেহ দেখতে পান এলাকাবাসীর , পরে ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানার পুলিশ কে ।
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় তবে ঠিক কি কারণে এই খুন তার কোনো কিনারা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ ।