অবিরাম বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের মনোরেল পরিষেবা। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দু’ঘণ্টা ধরে মাঝপথে আটকে থাকে একটি মনোরেল। ভেতরে থাকা ৪৪২ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর প্রত্যেককে নিরাপদে নামানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি এলাকায় মনোরেলটি বিকল হয়ে থেমে যায়। যেহেতু পরিষেবাটি অনেকটা উঁচু দিয়ে চলে, তাই হঠাৎ মাঝপথে থেমে যাওয়ায় যাত্রীরা ভয় পেয়ে যান। কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী পৌঁছে ল্যাডারের সাহায্যে যাত্রীদের নামানো শুরু হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, “সকলকেই নিরাপদে উদ্ধার করা হবে। কেউ আতঙ্কিত হবেন না।”

উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানান, হারবার লাইনের ট্রেন পরিষেবা প্রবল বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভিড় জমিয়েছিলেন মনোরেলে। অতিরিক্ত ভিড়ের চাপেই ট্রেন কিছুটা হেলে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বিদ্যুৎ ও এসি বন্ধ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যাত্রীদের মধ্যে অনেকে শ্বাসকষ্টে ভুগছিলেন, কেউ জানালা ভেঙে বেরোনোর চেষ্টা করেন। কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে প্রশাসন জানায়, সকলে নিরাপদ আছেন।
উল্লেখযোগ্য, মুম্বইই ভারতের একমাত্র শহর যেখানে মনোরেল চালু রয়েছে। একটি কোচে ১৮ জন বসতে এবং ১২৪ জন দাঁড়িয়ে যাত্রা করতে পারেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড়ই এই দুর্ঘটনার মূল কারণ।