বিজেপি দলকে চাঙ্গা করতে হুগলি জেলার আরামবাগে হাজির বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়।শুক্রবার আরামবাগে আসেন বিজেপি দলের এই দুই হেভিওয়েট নেতা।আরামবাগ বারবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে।কিছুদিন আগেও গোঘাটে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল।এবার আরামবাগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে হাজির হলেন বিজেপি দলের দুই নেতা।
এদিন আরামবাগে এসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়।এদিন মুকুল রায় বলেন রাজ্যে গণতন্ত্র নেই।বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে।কিন্তু গত লোকসভা ভোটে বোঝা গেছে মানুষ কাদের সাথে রয়েছে এবং আগামী দিনে কাদের সাথে থাকবে।তৃণমূলের উদ্দেশ্যে মুকুল রায় আরো বলেন জোর করে ক্ষমতা দখল করা যায়না।মানুষের ভালোবাসায় ক্ষমতায় আসতে হয়।