অপারেশন সিঁদুরে আমেরিকার হস্তক্ষেপের দাবিকে স্পষ্টতই উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, “৯ মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমাকে তিন-চারবার ফোন করেন। সেনার সঙ্গে ছিলাম আমি তাই ধরিনি। পরে ফোন করলাম। তিনি বলেন, পাকিস্তান খুব বড় হামলা করতে চলেছে। আমার উত্তর ছিল, পাকিস্তান যদি এমনটা ভেবে থাকে, তবে বিরাট বিপদে পড়বে। ওরা হামলা করলে আমার বড়সড় জবাব দেব। ইটের জবাবে পাটকেল!”
মোদি জানান, ভারত যুদ্ধ থামাতে রাজি হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের আবেদনেই। যুদ্ধবিরতির পেছনে তৃতীয় কোনও দেশের মধ্যস্থতা ছিল না বলেই দাবি তাঁর। তিনি বলেন, ইসলামাবাদই নিজেই অনুরোধ জানায় যুদ্ধ থামাতে। এই প্রসঙ্গে মোদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মধ্যস্থতা’র দাবি স্পষ্টভাবে নস্যাৎ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “সংসদে ভারতের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমি। যাঁরা ভারতের পক্ষে দাঁড়ায় না, তাঁদের আয়না দেখাতে চাই। পহেলগাঁওয়ে ধর্ম জেনে জঙ্গিরা হত্যা চালায়। ভারতের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল। ঐক্যবদ্ধ ভারত ষড়যন্ত্রের জবাব দিয়েছে।”
এদিন মোদি বিরোধীদেরও কটাক্ষ করেন। তিনি বলেন, “নিরীহদের রক্তে রাজনীতি করেছে বিরোধীরা। সেনার তথ্য নয়, ওরা পাকিস্তানের কথা প্রচার করে। ভারতের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। গোটা বিশ্ব ভারতের পাশে, বিপক্ষে শুধু কংগ্রেস।”
অপারেশন সিঁদুরের সফলতা প্রসঙ্গে তিনি বলেন, “বদলা নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিই আমি। জঙ্গিদের ধুলোয় মিশিয়ে দিয়েছি আমরা। জঙ্গিরা কল্পনাতিত শাস্তি পেয়েছি। অপারেশন সিঁদুরে দেশ আমাকে আর্শীর্বাদ করেছে। ৬-৭ জুন ভারত মেরেছে, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করছে সেনা। পাকিস্তানের পরমাণু হুমকিকে মিথ্যা প্রমাণিত করেছে। পাকিস্তানের নিউক্লিয়ার ব্লেকমেল মানবে না ভারত। অপারেশেন সিঁদুরে আত্মনির্ভর ভারতের জয়। মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করেছে। ভারতের হামলায় পাক বায়ুসেনা ঘাঁটি আইসিইউতে চলে গিয়েছে। ভারত আসবে এবং মেরে যাবে, জানত মাস্টারমাইন্ডরা। সিঁদুর থেকে সিন্ধু অবধি জবাব দিয়েছি আমরা।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে একটি ভয়াবহ হামলায় নিহত হন ২৫ জন ভারতীয় পর্যটক ও এক স্থানীয় ব্যক্তি। ওই ঘটনার পর শুরু হয় অপারেশন সিঁদুর। কংগ্রেস নেতা পি চিদাম্বরম হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যদিও মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে জানান, সোমবার ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও হামলার তিনজন মূল অভিযুক্ত জঙ্গিকে খতম করা হয়েছে। তিনি আরও জানান, নিহত জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানের ভোটার কার্ড এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।