পূর্ব বর্ধমান :- গোটা রাজ্য সহ সমগ্র দেশ অতিমারী করোনার প্রকোপে জর্জরিত। ২০১৯ এ শুরু হয় করোনার ধ্বংসলীলা কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাস সংক্রমণের নিরাময় ওষুধ আবিষ্কার হয়নি। এই রোগ প্রতিরোধের উপায় কেবলমাত্র দুটি,
এক, করোনা বিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
দুই, যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সমীক্ষা করে অনুমান করা গেছে, আগামী মাসের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে রাজ্যে। কিন্তু এটাও দেখা যাচ্ছে, সাধারণ মানুষ এখনো সচেতন নন। তাই করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে মঙ্গলবার থেকে শুরু হল ভ্রাম্যমাণ জনসচেতনতা মূলক অভিযান। এই অভিযান চলবে আগামী ৩০শে জুলাই অবধি।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ফিল্ড আউটরিচ ব্যুরোর বর্ধমান শাখার তরফে আয়োজিত হয় এই অভিযান কর্মসূচি।
এই অভিযানে মূলত মাস্ক পড়া, দুরত্ব বিধি বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং বিশেষ করে ভ্যাকসিনেশন প্রক্রিয়ার বিষয়ে আলোকপাত করা হয়।