আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিধায়িকা শম্পা ধারা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডবে নদী তীরবর্তী এলাকা গুলির প্রভাব ছিল ব্যাপক। তারই প্রভাব থেকে বাদ যায়নি পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা র বেশ কিছু অংশ। রায়না এক নম্বর ব্লকের সেহারা জিপির প্রায় পাঁচটা বাড়ি এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা।

krishaksetu news bangla

তিনি জানান আগে থেকেই এই বাড়িগুলির অবস্থা খারাপ ছিল বেশিরভাগই ছিল মাটির বাড়ি। গতকালকের ঘূর্ণিঝড়ে সেগুলি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় আনা হবে এই সকল মানুষগুলিকে। প্রকল্পের টাকা আসলেই বাড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় টাকা পেয়ে যাবেন অসহায় মানুষগুলো।

krishaksetu news bangla

এখানেই শেষ নয় ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে যাতে মানুষ কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হয় ঠিক সেই কারণে কাঁচা এবং ভগ্নপ্রায় বাড়িগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে রাখা হয়েছিল স্থানীয় স্কুলগুলিতে। ব্যবস্থা করা হয়েছিল অন্নসংস্থানের। এখনও পর্যন্ত সেই সকল মানুষ সুরক্ষিত রয়েছেন বলেও জানালেন বিধায়িকা শম্পা ধারা।

 

See also  পুলিশ পরিচয় দিয়ে পুলিশে চাকরি করে দেবার নামে প্রতারণা । রায়নায় গ্রেফতার চার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি