পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।সোমবার হরিপাল বিধানসভার বিভিন্ন বুথে অবস্থান ও মিছিল সংঘটিত হয়।এই অবস্থানের মূল অনুষ্ঠানটি হয় হরিপাল ডাকবাংলোর সামনে হয়।যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হরিপালের বিধায়ক তথা রাজ্য কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না মহাশয়।
তিনি এই অবস্থান মঞ্চে বলেন, যেভাবে বিজেপি সরকার দিনে দিনে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছেন তাতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি সেই দায় সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে। তিনি আরো বলেন বিজেপি এই করোনা অতি মহামারী পরিস্থিতিতে সাধারন মানুষের পাশে না থাকে সেখানে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে পাড়ায় পাড়ায় অশান্তি সৃষ্টি করছেন, এর দায় তাদের নিজেকেই নিতে হবে।
রাজ্যের তৃণমূল সরকার পরিস্থিতিতে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন পাশাপাশি সার্বিক উন্নয়নের মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে আছেন আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রত্যেক মানুষকে বিনা পয়সায় চাল দেওয়ার ব্যবস্থা এই মমতার সরকার করেছেন। হরিপালে সিপিএম যা করতে পারিনি 34 বছরে সেখানে মাত্র ৭ থেকে ৮বছরে প্রায় ২০০কিলোমিটার রাস্তা আমরা তৈরি করতে পেরেছি। অঞ্চলে অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা পাশাপাশি কৃষকদের ও কৃষি সামগ্রী দিয়ে তাদের পাশে থাকার কাজ বর্তমান তৃণমূল সরকার করে চলেছে।
বিজেপি নেতাদের চোখের ছানি অপারেশন করার পরামর্শ দেন এই অবস্থানে কারন তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন দেখতে পরছেন না। উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক, আশুতোষ অঞ্চলের প্রধান সুমিত সরকার, বাবলু গায়েন, অলক সাঁতরা স্বরূপ মিত্র প্রদীপ দোলুই, শেখ সাকিরউদ্দিন সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন।