পূর্ব বর্ধমান:- গত 20 অক্টোবরে কালনা রোডে গঞ্জ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চার জনের।
উলেখ্য সেদিন একটি লড়ি বর্ধমান থেকে কালনার দিকে যাচ্ছিল,অন্যদিকে একটি টোটো চার বন্ধু নিয়ে বর্ধমানের দিকে যাওয়ার সময় আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলে মৃত্য হয় টোটো চালক সহ চার জনের। মূলত দারিদ্র সীমায় বসবাসকারী চারজনের মৃত্যুতে অসহায় হয়ে পড়ে যান ।
কার্যতঃ চার জনের মৃত্যুর ঘটনা মাথায় রেখে এদিন বর্ধমানের কালনা গেট এলাকায় গিয়ে পৌঁছান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
এছাড়া উপস্থিত ছিলেন,তৃণমূলের হিন্দি সেলের সভাপতি নাড়ু ভগৎ, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শিব শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
এদিন কালনা গেট সংলগ্ন মৃত চার জনের পরিবারদের 25 হাজার করে এক লক্ষ টাকা হাতে আর্থিক সাহায্য তুলে দেন। বিধায়ক খোকন দাসের কাছ থেকে আর্থিক সাহায্য পেলেও মনের দিক দিয়ে ভারাক্রান্ত ছিলেন মৃত চার পরিবারের সদস্যরা। বিধায়ক খোকন দাসের এহন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।