উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: এবার এলাকার মানুষের সমস্যা দূর করতে রায়দীঘি বাজারে সুইসগেট ও ড্রেনেজ সমস্যা পরিদর্শন করেন রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা। রায়দীঘি মণি নদী জেটিঘাটার কাছে বহুদিনের সুইসগেট বেহাল দশার কারনে মণি নদীর জোয়ারের সময় এবং বর্ষায় জল প্লাবিত হয়ে ভাসিয়ে দেয় রায়দীঘির বিস্তীর্ণ এলাকায়। সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রায়দীঘি বাজারে ব্যাবসায়িরা।

রায়দীঘি এলাকার মানুষের দাবি মতো বুধবার সেচ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মণি নদী ও রায়দীঘি বাজারে সংযোগস্থলে সুইসগেট পরিদর্শন করেন রায়দীঘি বিধানসভার বিধায়ক ডা: অলক জলদাতা।রায়দীঘি এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে সেচ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রায়দীঘি মণি নদী ও রায়দীঘি জেটিঘাট সংলগ্ন এলাকায় সুইসগেট পরিদর্শন করলেন রায়দীঘি বিধানসভার বিধায়ক ডা: অলক জলদাতা।

মণি নদীর জল যখন প্লাবিত হয় রায়দিঘির বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করে বিভিন্ন এলাকায় জল জমে জলে বিভিন্ন জিনিস পত্র পচে ভীষণ দূর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। এছাড়া সমস্যায় পড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সাইকেল নিয়ে এবং পায়ে হেঁটে যেতে পারে না যার ফলে তাদের স্কুল এবং কলেজ বন্ধ করে দিতে হতো। এইরূপ অবস্থা দেখে রায়দীঘির মানুষরা প্রশাসনের দ্বারস্থ হয় এবং রায়দীঘির গ্রাম পঞ্চায়েতের কাছে লিখিত আবেদন জমা দেন।
কিন্তু কোন সমাধান হচ্ছে না দেখে রায়দিঘির বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদতার কাছে তারা শরণাপন্ন হন। স্থানীয় বাসিন্দাদের দাবি মতো এদিন বিধায়ক পরিদর্শনে যায়। পরিদর্শনের পর পর বিধায়ক ডা: অলক জলদাতা জানান, দীর্ঘদিন ধরে রায়দীঘি মণি নদীর সঙ্গে যুক্ত রায়দীঘি বাজার ও স্থানীয় এলাকার হাই ড্রেনের সংযোগ স্থল যে সুইস গেট আছে ।
তা খারাপ হওয়ার জন্য, সেই গেট দিয়ে রায়দীঘি এলাকার নোংরা জল ড্রেন দিয়ে নদীতে যাওয়ার কথা তা না হয়ে তা পরিবর্তে উল্টো টা হয়ে মণি নদীর জোয়ারের জল এবং বর্ষায় নদীর জল বাড়লে তা রায়দীঘি বাজারে এবং লোকালয়ে ঢুকে পড়ে সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যাবসায়িরা। স্থানীয় ও বাজারে ব্যাবসায়িদের মতো পরিদর্শন করা হলো খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান করা যায় তার ব্যাবস্থা করা হবে।শীঘ্রই সুইস গেট মেরামতির কাজ শুরু হয়ে যাবে।