কৃৃৃষ্ণ সাহা (খণ্ডঘোষ):- বন্ধুদের সাথে বেরাতে এসে দামোদর নদে তলিয়ে নিখোঁজ হলো এক পড়ুয়া।নিখোঁজ ছাত্রের নাম সৌরশুভ্র সাঁই।শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খন্ডঘোষের শশঙ্গা পঞ্চায়েতের গৈতানপুর চড়মানা এলাকায়।দীর্ঘক্ষন খোঁজ চালানোর পর অবশেষে এদিন তলিয়ে যাওয়া নিখোঁজ ছাত্রের খোঁজ মিললো দামোদরের জল থেকে ।
জানা গেছে গতকাল কয়েকজন বন্ধু মিলে বর্ধমান শহরের কালনাগেট এলাকা থেকে বেরাতে আসে শশঙ্গা পঞ্চায়েতের চড়মানায়,বর্ষার মড়শুমে দামোদর নদের চেহারায় যথেষ্ট পরিবর্তন হয়েছে ,জলও বেরেছে যথেষ্ট রয়েছে সোরতো।দামোদর নদে চরমানাতে বেরাতে এসে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়।হঠাৎ করেই সৌরভ সাই পা পিছলে জলে তলিয়ে যায়।অনান্য বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্বার করতে পারেনি।
ঘটনার পরেই খবর দেওয়া হয় ঐ ছাত্রের পরিবার সহ খন্ডঘোষ থানায়।রাত অবদি অভিযান চালিয়েও খোঁজ মিলছিলো না ঐ নিখোঁজ ছাত্রের।বিপদর্যয় মোকাবেলার দপ্তরের কর্মীরা তারাও আসে ঘটনাস্থলে।শনিবার সকাল থেকে ফের দীর্ঘক্ষন অভিযান চালিয়ে অবশেষে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্বার হয়।