মেমারিতে মর্মান্তিক মৃত্যু হলো এক নাবালিকার। সূত্র মারফত জানা যায়, সোমবার বিকেলবেলা বাড়ি থেকে বের হয়েছিল নাবালিকা নিলা মুর্মু (বয়স আনুমানিক ১৩ বছর)। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা কাজে যাওয়ার পথে মেমারি থানার অন্তর্গত নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহানুই এলাকার ডিভিসি ক্যানেলে এক কিশোরীর দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেহটি সনাক্ত করেন — মৃত নাবালিকা নিলা মুর্মু, বাড়ি সাহানুই ফকিরপাড়ায়।

খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








