আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অবসর প্রসঙ্গ দূরে ঠেলে ইন্টার মায়ামির সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির দোরগোড়ায় মেসি

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

অবসর নিয়ে জল্পনা এখন অতীত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও কয়েক বছর খেলার জন্য প্রস্তুত লিওনেল মেসি। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফ্লোরিডার এই ক্লাব শিগগিরিই মেসির সঙ্গে নতুন চুক্তি করতে চলেছে। জানা যাচ্ছে, মেসি ও ক্লাব কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেসি-ইন্টার মায়ামির নতুন চুক্তি কার্যকর হতে আর সময় বেশি বাকি নেই। মনে করিয়ে দেওয়া যায়, ২০২৩ সালের জুলাইয়ে মেজর লিগ সকারের এই ক্লাবে যোগ দিয়েছিলেন মেসি। তাঁর আড়াই বছরের চুক্তি চলতি বছরেই শেষ হচ্ছে। তবে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই সেই মেয়াদ আরও বাড়ানো হবে বলে খবর।

গত কয়েক মাসে মেসির অবসর পরিকল্পনা নিয়ে একাধিক জল্পনা ছড়িয়েছিল। অনেকে ধরে নিয়েছিলেন, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের ক্লাবে আবারও তাঁকে দেখা যেতে পারে। কিন্তু ওই সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যৎ চুক্তি নিয়ে মায়ামির সঙ্গে আলোচনায় অনেকটাই এগিয়েছেন মেসি।

খবর অনুযায়ী, অন্তত আরও দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবীকরণের প্রস্তুতি নিচ্ছে ইন্টার মায়ামি। আলোচনার প্রায় ৮৫ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফুটবল মহলের ধারণা, ক্যারিয়ারের শেষ অধ্যায় মেসি হয়তো কাটাবেন এই মার্কিন ক্লাবের জার্সিতেই।

উল্লেখযোগ্য, ২০২৩ সালে ইন্টার মায়ামিতে আসার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। এমএলএস-এ তাঁর ৪৬ ম্যাচে গোল ৪১টি, অ্যাসিস্ট ২৭টি। সব মিলিয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল। তাঁর নৈপুণ্যে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। চলতি মরশুমেও ছন্দ বজায় রেখেছেন তিনি—২০ ম্যাচে করেছেন ১১ গোল।

See also  লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে ভেঙে পড়ল, গত এক বছরে আরও একাধিক ভয়াবহ বিমান দুর্ঘটনা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি