SIR কর্মসূচির অংশ হিসেবে খণ্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চল এর অন্তর্গত গুইড় গ্রামে অনুষ্ঠিত হলো ভোটার সচেতনতা শিবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়,পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম,কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, কৈয়ড় অঞ্চল এর প্রধান শেখ শাজাহান মন্ডল, যুব নেতা রাধাকান্ত মণ্ডল, তৃণমূল নেতা সেখ লকাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অপার্থিব ইসলাম বলেন,
“যাদের ভোটে জিতে আজ প্রধানমন্ত্রী হয়েছে, সেই প্রধানমন্ত্রীই এখন সেই মানুষগুলোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সব জায়গায় যদি আধার কার্ড গ্রহণযোগ্য হয়, তবে SIR-এর আধার কার্ড কেন গ্রহণযোগ্য হবে না?”
তিনি আরও অভিযোগ করেন, এলাকায় এলাকায় সিপিআই(এম) ভুয়ো বার্তা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শিবিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, আধার সংযুক্তিকরণ ও নাগরিক অধিকারের বিষয়ে উপস্থিতদের সচেতন করা হয়।








