পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত লাল সর্তকতা জারি করেছেন জেলাশাসক।এরমধ্যে ভাতারের বড়বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ বড়বেলুন 1 গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলেন।
33 নম্বর মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা জানান,আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বন্যা হলে প্রশাসন লাল সর্তকতা জারি করেন কিন্তু পঞ্চায়েতের উন্নয়ন না হওয়ার জন্য ভাতারের বড়বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েত কে লাল সর্তকতা জারি করা হয়েছে কি কারনে এবং কি জন্য তা জানতে আজ আমরা বড়বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েছি।
বিগত কয়েক বছর ধরে বড়বেলুন গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়ন হয়নি।আমরা চাই যে যে সমস্ত কাজ বাকি রয়েছে সে সমস্ত কাজ এক গ্রাম পঞ্চায়েত পুনরায় শুরু করুক।প্রথমে একটি মিছিল বড়বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আসে তারপর প্রধান ও উপপ্রধান এর কাছে তাদের লিখিত স্মারকলিপি জমা করে।
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ ব্যানার্জি জানান, লাল সর্তকতা জারি নিয়ে আমাদের কাছে প্রশাসনিকভাবে কোন মেসেজ এখন আসেনি।ওরা বেশ কিছু দাবির কথা বলেছেন আমরা আসাস দিয়েছি খুব তাড়াতাড়ি সেগুলো সমাধান করা হবে।ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
আরো পড়ুন-স্বাভাবিক ছন্দে দিঘা