সুকুমার দাস , দক্ষিণ ২৪ পরগনা :-
দক্ষিণ ২৪ পরগনার বাটানগর উদয়ন পল্লীর কিছু বাসিন্দা ক্ষুদ্র প্রচেষ্টা নামে একটি গ্রূপ তৈরি করে লকডাউনের দিন থেকে প্রায় ৫০দিন ধরে দুঃস্থ মানুষের কাছে রান্না করা খাবার তুলে দিয়েছিল। এবার আবারও ক্ষুদ্র প্রচেষ্টার এক মানবিক রূপ দেখলো মহেশতলাবাসী। বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহার একান্ত সহযোগিতায় টিম ক্ষুদ্র প্রচেষ্টার সদস্যরা প্রায় ৩০০জন পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
প্রথমে ছোট করে শুরু করলেও এখন বর্তমানে বৃহৎ আকার নিয়েছে এই ক্ষুদ্র প্রচেষ্টার দৈনন্দিন কাজ। ক্ষুদ্র প্রচেষ্টার এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সেইভাবে যদি আরো আমরা অন্যান্য সহযোগিতা পায় তাহলে ক্ষুদ্র প্রচেষ্টার তরফ থেকে আমরা আরো বড় ধরনের উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো।
অন্যদিকে সমাজসেবী গোপাল সাহার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ক্ষুদ্র প্রচেষ্টার এই ধরনের কাজে আমি খুব খুশি। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আমি ক্ষুদ্র প্রচেষ্টাকে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিগত দিনে ক্ষুদ্র প্রচেষ্টার পাশে আমি সর্বদা থাকবো।