স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এবং 15 বছরের উপরে ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশনের দাবিতে আজ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি , নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এবং এসএফআইয়ের উদ্যোগে সগড়াই বাজারে পথসভর আয়োজন করা হয়। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। বিপথগামী হচ্ছে ছাত্রছাত্রীরা। একইসঙ্গে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। তবে বিধি নিষেধ আরোপ করে বাজার, শপিং মল, সিনেমা হল সবই খোলা। সরকারি নির্দেশ মেনে মিটিং-মিছিল এলাও করা হচ্ছে জায়গায় জায়গায়।
এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজ্যে মেলা হচ্ছে ঠিকই, কবে স্কুল খোলা নিয়ে সরকার নিমরাজি। তাই ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে যাতে খুব শীঘ্রই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় তারই আর্জি জানিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি , নিখিল বঙ্গ শিক্ষক সমিতির এবং এসএফআইয়ের সদস্যরা। তারা জানান, তাদের আজকের এই পথসভায় জনগণের ইতিবাচক সাড়া মিলেছে। তারাও চাইছেন যাতে খুব দ্রুত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।