আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রকৃতি পূরণ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
 * প্রকৃতি পূরণ *

 ( গাছমাস্টার )

অপার দানের সাজায়ে ডালি চাহে না কিছু দিয়ে যায় খালি , বাঁচিয়ে রেখেছে জীবন মহিমা আমাদের প্রিয় পরিবেশ মা ।
তার যত মোরা করেছি ক্ষতি ক্ষমা নেই ওগো, নেই ক্ষমা গতি , পামর আমরা দেখি নাকো ফিরে কত শত ক্ষত মায়ের শরীরে ।
সেই ক্ষত ‘ পর আসিছে ক্ষত নাচিল ঝঞ্ঝা, প্রলয় মত্ত ; নাশিল তাহার দেহ শতদল নাশিয়া সবুজে করিয়া ভূতল ।
সন্তান মোরা রয়েছি তো কত পূরাতে আজ হবে সেই ক্ষত, পূরণ করিতে শ্মশান সবুজে লাগাব বৃক্ষ মৃত ভূমি মাঝে ।
মা আছে তাই মোদের জীবন করি এসো ক্ষতের অভাব পূরণ, না-শোধা ঋণের শুধিবার ঋণ প্রতিদিন হোক “পরিবেশ দিন” ।
See also  ঠিকরে বেরিয়ে আসছে নাবালিকার দুটি চোখ -চিকিৎসার জন্য সবার পায়ে ধরে সাহায্য চাইছেন দরিদ্র বাবা মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি