আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মতুয়ার গড়ে চোখ মমতার! মোদির সফরের আগে নদিয়ায় জনসভা তৃণমূল সুপ্রিমোর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। নির্বাচন কমিশন SIR প্রক্রিয়া শেষ হলে নির্বাচনসূচি প্রকাশ করবে বলেই আশা। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক জনসভা শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধারাবাহিকতায় এবার তাঁর কর্মসূচি নদিয়ায়। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই এই জেলায় সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার নদিয়ার জেলা সদরেই পৌঁছোলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তাঁর সঙ্গে প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জনসভা নির্ধারিত হয়েছে। শনিবার ওই মাঠেই পরিদর্শনে যান এডিজি সুপ্রতিম সরকার। মঞ্চ নির্মাণ, মানুষের প্রবেশ ও প্রস্থান পথ, ভিড় নিয়ন্ত্রণ—সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করেন তিনি। জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য আধিকারিকরাও তাঁর সঙ্গে ছিলেন। জানা গেছে, খুব শীঘ্রই এই সভা কেন্দ্র করে প্রশাসন ও পুলিশের যৌথ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

SIR ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই মতুয়াগড়, বনগাঁ থেকে জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মুর্শিদাবাদ ও মালদহেও সভা করেছেন। আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে কর্মসূচি রয়েছে তাঁর। সেই সভার মাত্র দুই দিন পরেই নদিয়ায় আসছেন তৃণমূল সুপ্রিমো।

এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মতুয়ার জনপদে গিয়ে মানুষকে ‘ভয় না পাওয়ার’ বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মালদহ ও মুর্শিদাবাদেও একই সুরে বক্তব্য রেখেছেন মমতা। নদিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক মতুয়া ভোটার রয়েছেন। কৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকা এবং রানাঘাটের বিভিন্ন বিধানসভায় তাঁদের ভোটই অনেক সময় ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলে মুখ্যমন্ত্রী নদিয়া থেকে এবার কী বার্তা দেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিশেষ নজর তৈরি হয়েছে।

See also  জাতীয় পতাকা লাগানো গাড়ি আটকে,জাতীয় পতাকা সম্মানের সাথে খুলে নিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি