রথীন রায়:- শেখ ভাদু থেকে আনারুল, স্বস্তি নেই রাজনীতিক মহলে ! রামপুরহাট কাণ্ডের পর ইতিমধ্যে বগটুই গ্রামে সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! তাঁর নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় সভাপতি আনারুল হোসেনকে ! তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী !
বৃহস্পতিবার বগটুই গ্রামে দাঁড়িয়ে স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! এরপরেই তাঁকে বোলপুরের এক হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ ! অন্যদিকে রামপুরহাট কান্ডে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ! ইতিমধ্যেই রামপুরহাট কান্ড নিয়ে রাজ্যে ৩৫৫ ধারা লাগু করার দাবি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি !
আনারুলের গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীরের প্রশ্ন, ‘আনারুলরা আজ আনারুল হয় কি করে বাংলার মুখ্যমন্ত্রী জানেন না ? বীরভূমের সন্ত্রাসের নায়ককে বাংলার মুখ্যমন্ত্রী জানেন না ? ‘প্রদেশ কংগ্রেস সভাপতির আরও প্রশ্ন, ‘আনারুল কি আর একজন স্কেপ গোট ? আনারুলের পিছনে কারা আছে ?
‘মুখ্যমন্ত্রীকে অধীরের কটাক্ষ, ‘মমতা ব্যানার্জি না বললে কি পুলিশ আনারুলকে গ্রেপ্তার করতো না ? ‘মানুষকে বোকা বানাতে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে আনারুলকে গ্রেপ্তার করতে নির্দেশ দেন বলে অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ ! বাক-তরজা চলবে, কিন্তু অপরাধীরা শাস্তি পাবে তো ? অপেক্ষায় মৃতের পরিবারবর্গ !!