আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল মমতার সরকার।

By krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল মমতা সরকার। সোমবার একটি বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে জানানো হয়েছে এ বার থেকে ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ছে ৩৪ টাকা করে। সব মিলিয়ে তাঁদের মাসিক বেতনে যোগ হচ্ছে এক হাজার টাকা।এর আগে গত বছর মার্চে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বৃদ্ধি হয়।

বাজেট অধিবেশনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন সে জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন, তার থেকে এক হাজার টাকা বেশি করে পাবেন তাঁরা।এ বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। জানানো হয় প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন।

আগে সিভিক ভলান্টিয়াররা ২০০০ টাকা করে বোনাস পেতেন। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয়।

See also  সহযোগিতায় এগিয়ে এলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি