আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মমতা দিদির রাজত্বে প্রশাসনে রাজনীতিকরন ও অপরাধীকরণ হয়েছেঃ বললেন জে পি নাড্ডা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের রাজত্বে প্রশাসনে রাজনীতিকরন ও অপরাধীকরণ করা হয়েছে।তাই বাংলার মানুষ পথ নেমে পড়তেই মমতা বন্দ্যোপাধায়ের খেলার হরে যাওয়া খেলোয়াড়ের মতো অবস্থা তৈরি হয়েছে।মঙ্গলবার পূর্ব বর্ধমানে একাধীক নির্বাচনী প্রচার কর্মসূচীতে যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমোকে এইভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।এদিন জেলার খণ্ডঘোষ ও কালনা বিধানসভা এলাকার বিজেপি প্রার্থীদের সমর্থনে জে পি নাড্ডা রোড শোয়ে অংশ নেন।প্রার্থীরা ছাড়াও দুই জায়গাতেই রোড শোয়ে বহু বিজেপি কর্মী,সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।যা দেখে স্বয়ং বিজেপির
সর্বভারতীয় সভাপতি সহ জেলা বিজেপি নেতৃত্বে উচ্ছাসে ফেটে পড়েন ।


কালনা বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডুর সমর্থনে এদিন বর্ণাঢ্য রোড হয় কালনায় । জে পি নাড্ডার এদিন সকাল ১০ টায় রোড শোয়ে অংশ নেওয়ার কথা ছিল ।কিন্তু তাঁর হেলিক্প্টার বেলা দেড়টায় কালনার অঘোরনাথ স্টেডিয়ামের মাঠে অবতরন করে । তার পর তিনি রোড শোয়ে যোগ দেন । রোড শো শেষ করে সংক্ষিপ্ত বক্তব্যে এদিন নাড্ডাজী রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন । পাশাপাশি রাজ্যের প্রশাসনকেও কার্যত এদিন তিনি তুলোধনা করেন ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে নাড্ডাজী বলেন
, এখন খেলায় হেরে যাওয়া খেলোয়াড়দের মতো অবস্থা হয়য়েছে মমতা দিদির।সেই কারণে তিনি কখনও নির্বাচণ কমিশন,আবার কখনও বিজেপির দোষ দেখছেন। বিজেপিকে দোষী সব্যস্ত করছেন । অথচ মমতা দিদি নিজের দশ বছরের শাসনে তোলাবাজি
,তুষ্টিকরণ,কাটমানি,গরু-বালির সিন্ডিকেট চলেছে ।বেকারদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়নি ।এমনকি নারীদের প্রতিও অত্যাচার হয়েছে । রাজ্যের প্রশাসনে রাজনীতিকরন ও অপরাধীকরণ করা হয়েছে।এই সবের জন্যই বাংলার মানুষ এবার রাজনৈতিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবক শেখানোর জন্য রাস্তায় নেমে পড়েছেন বলে নড্ডাজী কালনার রাজনৈতিক কর্মসূচী থেকে দাবি করেন।


অপর দিকে পূর্ব বর্ধমানের সেহারাবাজারের রোড শোয়ে যোগ দিয়েও বিজেপির সর্বভারতীর সভাপতি তৃণমূলের কড়া সমালোচনা করেন । রায়নার বিজেপি প্রার্থী মানিক রায় ও খণ্ডঘোষের বিজেপি প্রার্থী
বিজন মন্ডল কে সঙ্গে নিয়ে রোড করেন জে পি নাড্ডা । রোড শো শেষে নাড্ডাজী বলেন ,
এতদিন এই রাজ্যের সরকার মা মাটি মানুষের সবাইকে অবহেলা করেছে। তারা আয়ূস্মান ভারত প্রকল্পের সুবিধাও পাননি।এই রাজত্বে সিন্ডিকেট রাজ; তোলাবাজি; বালির সিন্ডিকেট ; চালচুরি ; তোষণের রাজত্ব চলেছে। সেই কারণে এবারের বিধানসভা নির্বাচনে এই অবস্থা বদলের ও রাজ্যবাসীর ভাগ্য বদলের লড়াই চলছে।বাংলায় বিজেপি ক্ষমতায় আসছেই বলে জে পি নাড্ডা রোড শো থেকে ঘোষনা করেন ।

See also  কলকাতার আঙ্গিকে পূর্ব বর্ধমানের গৃহিনীদের জন্য আয়োজিত হল রন্ধন প্রতিযোগীতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি