আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নয়াদিল্লিতে মালদার আমের স্টল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মালদার বিখ্যাত ফজলি , হিমসাগর ,লক্ষণভোগের সঙ্গে ল্যাংড়া, আম্রপালি। ঘরে বসেই এই রাজ্যের আমের রসাস্বাদন করবেন নয়াদিল্লির বাসিন্দারা। নয়াদিল্লিতে আম পাঠানোর জন্য এই মুহূর্তে মালদার আম ব্যবসায়ীদের মধ্যে চলছে চূড়ান্ত ব্যস্ততা। এবার শুধু মালদা থেকেই ধাপে ধাপে ৫০ মেট্রিক টন আম দিল্লির মেলায় পাঠানো হবে। আম পাঠানোর জন্য রাজ্য সরকার প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে প্রায় সাড়ে সাত লাখ শুধু মালদার জন্যই বরাদ্দ করা হয়েছে।

 

 

এনিয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এবার মালদা জেলায় আমের উৎপাদন কম। তবুও রাজ্য সরকারের তরফে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জ্যান্ডলুম হাটে পশ্চিমবঙ্গ তথা মালদার আমের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আমরা চাইছি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভার্চুয়াল সেই স্টলের উদ্বোধন করেন।

 

 

জেলার জিআই ট্যাগপ্রাপ্ত ৩টি প্রজাতি ছাড়াও আরও কিছু প্রজাতির আম আমরা দিল্লিতে নিয়ে যাচ্ছি। রাজ্য উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর আমাদের আর্থিক ভাবে সহয়তা করেছে। আগামী ১৩ জুন আমরা প্রথম পর্যায়ে দিল্লিতে আম পাঠাবো। এর জন্য মালদা রেলওয়ে ডিভিশনাল ম্যানেজারের সহযোগিতা চেয়েছি। ফ্রিজিং কন্টেনারে আম দিল্লিতে পাঠানো হবে। দিল্লিবাসির মুখে আমের সাদ উঠতে শুধু সময়ের অপেক্ষা।

See also  লক্ষ্মীর ভান্ডার কে হাতিয়ার করে জয় গ্রামের গৃহবধূর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি