রাহুল রায়,কাটোয়াঃ মহাভারতের বাংলা অনুবাদক মহাকবি কাশীরাম দাস। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের সিঙ্গি গ্ৰামে। মঙ্গলবার থেকে শুরু হলো ৬০ তম কাশীরাম দাস স্মরণোৎসব ও কাশীরাম দাস মেলা সিঙ্গি কাশীরাম দাস স্মৃতি পাঠাগারে। মেলা উদ্বোধন করলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা।
উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের জয়েন্ট বিডিও তুহিন মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম মণ্ডল,বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল,সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী,মেলা কমিটির সভাপতি তারক পাল, সম্পাদক সান্তনু বাস সহ অন্যান্যরা।
এদিন বিডিও তার বক্তব্যের মাধ্যমে কাশীরাম দাসকে স্মরণ করেন। তিনি জানান,এই মেলাকে নিয়ে এলাকার মানুষদের আবেগে থাকেন। আগামীতে সিঙ্গি এলাকায় ভালো করে উন্নয়ন করা যায় সেই বিষয়ে দেখা হবে। আজকের এই মেলা দেখতে এলাকার মানুষেরা। একসাথে মানুষজনকে দেখের জন্য ভালো লাগছে আমার একথা বললেন তিনি।
এই মেলাতে এলাকা মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা ভিড় জমায় পাঠাগার প্রাঙ্গণে। রাত্রিতে আতশবাজি প্রদর্শনী দেখার জন্য এলাকার মানুষদের ভিড় উপচে পড়ে মাঠে। মেলা চলবে ৫দিন ধরে।