BREAKING NEWS
কৃষ্ণ সাহা ( মেমারি ) :- মায়ের স্বপ্ন যখন নিজের স্বপ্নই রূপান্তরিত হয় তখন সে স্বপ্ন পূরণ করতে বাধা-বিপত্তি আসলেও তাকে এড়িয়ে যাওয়া যায়। এমনটাই প্রমাণ করে দেখালো মেমারির বিদ্যাসাগর মেমোরিয়াল এর অরিত্র পাল। গনেশ চন্দ্র পাল এবং চন্দনা পালের কৃতি সন্তান অরিত্র মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে ।
তার প্রাপ্ত নম্বর ৯৯.১৪ শতাংশ অর্থাৎ সবমিলিয়ে 694 পেয়েছে সে। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে অরিত্র। প্রথম দশে যে থাকবে তাও আশা করেছিল সে। তবে প্রথম 10 এর তালিকার সর্বপ্রথম নামটি যে তার হবে এমনটা আশা করেনি।
মাধ্যমিকে প্রথম হাওয়ার পিছনে সমস্ত অবদান তার মায়ের। কম করে দশ 12 ঘন্টা পড়াশোনা করত সে। কোচিং ক্লাসের পাশাপাশি সাইন্সের সাবজেক্ট ইংরেজিতে টিউশন থাকলেও, বাকি বিষয়ে বাড়িতেই পড়াশোনা করে আশানুরূপ নাম্বার পেয়েছে সে।
বাড়িতে যে কোন দিক থেকে গাইড করার মূলে রয়েছে তার মা। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে অরিত্র। হয় অংক না হয় মেডিকেল লাইনে যাওয়ার কথা ইতিমধ্যেই ভাবা হয়ে গেছে তার।