আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মধুকবির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হল কাটোয়ায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,অত্রি চক্রবর্তী, কাটোয়া:মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিরক্ষা কমিটির লাগাতার সাংস্কৃতিক-সংগ্রামের পর অবশেষে কাটোয়া পৌরসভার উদ্যোগে ও আর্থিক সহায়তায় মধুকবির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হল শহর কাটোয়ার পেট্রল পাম্প বাইপাস রোডে, যে রাস্তার নামকরণ ইতিমধ্যেই মাইকেল মধুসূদন সরণি। লোকালয়টিও মাইকেল মধুসূদন পল্লী হিসাবেই পরিগণিত।
মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিরক্ষা কমিটি ও কাটোয়া পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২৯ জুন ২০২৫ আবক্ষ মূর্তির মোড়ক উন্মোচন করলেন কাটোয়া পুরসভার পুরপ্রধান শ্রী সমীরকুমার সাহা মহাশয়।

মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কাটোয়ার বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্থানীয় পুরসদস্য শ্রী গুনেন চট্টোপাধ্যায় সহ উপস্থিত কবি, সাহিত্যিক, গুণীজন সকলেই পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
কমবেশি দ্বিশতাধিক মানুষের উপস্থিতিতে এদিনের বৈকালিক অনুষ্ঠান গুণীজনদের সমাগমে সরগরম ছিল। সংগীত, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনায় অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
বক্তব্য রাখেন পুরপ্রধান সমীরকুমার সাহা, স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক অনিলকুমার ঠাকুর, সভাপতি ডাঃ রবীন্দ্রনাথ মন্ডল, কার্যকরী সভাপতি ড. দেবব্রত মুখোপাধ্যায়, উপদেষ্টা কমিটির সদস্য ডাঃ গোবিন্দরাম মান্না প্রমুখ।

উপস্থিত ছিলেন ডা. অসীমকুমার হাজরা, ধুলামন্দির পত্রিকার সম্পাদক পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, রক্তদান আন্দোলনে রাজ্যস্তরের নেতৃত্ব ও সমাজকর্মী জয়দেব দত্ত, ডা. বিবেকানন্দ চৌধুরি, কবি সন্দীপ আচার্য, অধ্যাপক বীরবাহু মণ্ডল সহ মাইকেল মধুসূদন স্মৃতিরক্ষা কমিটি ও পুর সদস্যবৃন্দ। সঞ্চালনায় ছিলেন পুর-আধিকারিক চন্দ্রচূড় দত্ত মহাশয় ও কবি তপন দাস।


পৌরসভার এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক কবি অনিলকুমার ঠাকুর এবং সভাপতি ডা. রবীন্দ্রনাথ মণ্ডল পুরসভাকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন।

See also  সন্ধ্যার পর থাকা যাবেনা মাঠে মহিলাদের ; মেদিনীপুর ক্লাবের নোটিস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি