সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- মা কালীর চোখে জল পড়ছে এ খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষরা মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনী যোগী বদ্দা মহা শ্মশান কালী মন্দিরে ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , পূর্ণিমা মুখার্জি নামে মন্দিরের সেবিকা ঘর মুছছিলেন সেই সময় মা কালী নাকি তাকে পেছন থেকে ডাকে সেই ডাক শুনতে পেয়ে তিনি মায়ের দিকে তাকাতে দেখেন মা কালীর চোখ দিয়ে জল পরছে । পূর্ণিমা মুখার্জির সাথে থাকা অপর এক ব্যক্তির নজরেও এই ছবি ফুটে ওঠে ।
তাদের মধ্যে দারুন কৌতুহল তৈরি হয় খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারন মানুষরা মন্দির চত্বরে ভিড় জমায় । এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । তবে এই ঘটনার পেছনে ঠিক কি কারণ রয়েছে তা এখনও পরিষ্কার নয় । 16 নম্বর ওয়ার্ডের
কো অডি নেটর তন্ময় ঘোষ বলেন বিষয় টি আমি শুনলাম এখনো পর্যন্ত আমি দেখিনি কিছু ক্ষণ পর আমি মন্দিরে গিয়ে বিষয় টি দেখবো