আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিষ্ণুপুরে চালু হলো মা কিচেন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে শুরু হলো মা কিচেন। পাঁচ টাকার বিনিময়ে দুপুরের পেট ভর্তি খাবার মিলবে এই মা কিচেন থেকে। বিষ্ণুপুর পুরসভার উদ্যোগে চালু হল মা কিচেন প্রকল্প। সোমবার এই মা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী ও সমাজসেবী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, বিষ্ণুপুর মহকুমা শাসক, বিষ্ণুপুর পুর প্রশাসক বোর্ডের সদস্য ও অনান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যাক্তিত্ব।

 

চলতি বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসুত মা কিচেন শুরু হয় রাজ্যের বিভিন্ন জেলায়। দুঃস্থ ও অসহায় মানুষের কথা ভেবেই ৫ টাকার বিনিময়ে দুপুরের ভাত, ডাল, সবজি ও ডিম এই পরিষেবা তুলে দিতেই শুরু হয় এই মা কিচেন প্রকল্পের। বাঁকুড়া শহরে পুরসভার উদ্যোগে চলতি বছরের শুরুতেই শুরু হয়েছে মা কিচেনের। যেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ পরিষেবা পাচ্ছেন এবং সাফল্যের সাথে চলছে মা কিচেন।

krishaksetu news bangla

সেই সাফল্যের পর এবার জেলায় দ্বিতীয় মা কিচেন শুরু হলো বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুর পুর সভার উদ্যোগে বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে চালু হলো মা কিচেনের মাধ্যমে পরিষেবা প্রদান। দুঃস্থ ও গরিব অসহায় মানুষ ৫ টাকার বিনিময়ে এই কিচেন থেকে দুপুরের পেট ভর্তি খাবার পাবেন। বিষ্ণুপুর পুর সভার দাবি এই মা কিচেন থেকে প্রতিদিন ২০০ বেশী মানুষ কে পরিষেবা দেওয়া হবে। সকালে ৫ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে দুপুর ১ টা থেকে কুপনের ভিত্ততে সেই খাবার দেওয়া হবে।

See also  একনজরে দেখে নিন আজকের হেডলাইন ( কৃষকসেতু নিউজ বাংলা )

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি