সোমবার সকাল থেকে খোলা হল মা কল্যানেশ্বরী মন্দির,সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মায়ের পূজা অর্চনা,ভক্তদের বলা হচ্ছে মুখে মাক্স পরে পুজো করতে আসতে। প্রায় ২মাস পর মন্দির খোলায় খুশি প্রকাশ করেছেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে দোকানদার।
এই প্রসঙ্গে মা কল্যানেশ্বরী মন্দিরের পুরোহিত জয় মুখার্জী জানান,লোকডাউনের জন্য সরকারি আদেশ অনুসারে গত ২মাস মন্দির বন্ধ ছিল, কিন্তু রোজ মায়ের নিত্যপূজা করা হত। আজ সরকারের আদেশ অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দির খোলা হল।
এই প্রসঙ্গে মন্দিরের দোকানদার পরদেশী মালি জানান লকডাউন পর থেকে মন্দির বন্ধ ছিল,মন্দির বন্ধ থাকায় আমাদের সমস্ত দোকান পাট বন্ধ ছিল,খুব কষ্টের মধ্যে দিন কাটছিলো আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দির খোলা হল আমার খুব খুশি।
এই প্রসঙ্গে মায়ের পুজো করতে আসা ভক্ত মঙ্গল বাউরি জানান লকডাউন পর থেকে মায়ের মন্দির আসতে পারিনি,আমি রোজ পুজো করতে আসতাম লক ডাউনের জন্য আসা হয়নী আমিখুব খুশি আজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মায়ের মন্দিরে পুজো শুরু হল।