শুভজিৎ ঘোষ
করোনা সংক্রমণ ব্যাপক বেড়েছে কোন্নগরের কানাইপুর পঞ্চায়েত এলাকায় ও নবগ্রাম পঞ্চায়েত এলাকায়।এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল থেকে কানাইপুরে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে লক ডাউন কার্যকর করা হবে বলেবৃহস্পতিবার জানালেন পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব।অপরদিকে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান নবগ্রামের কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হওয়ায় সেই এলাকায় লক ডাউন কার্যকর করা হবে।এদিন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন এই মুহূর্তে কানাইপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ জন মানুষ।তাই জেলা প্রশাসনের কাছে সম্পূর্ণ লক ডাউন চেয়ে চিঠি দেওয়া হয়েছিল।








