রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে ঘাষ ফুলের দাপট আর এরই মধ্যে ঘাষফুল প্রতীকে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জয়ের শিরোপা ছিনিয়ে নিয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার এক গৃহবধূ।
রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের ৮৫ নম্বরের বুথের বেঁন্দুয়া গ্রামের তৃণমূল প্রার্থী হয়ে এবারের ভোটের লড়াইয়ে নেমেছিলেন গ্রামের প্রিয় গৃহবধূ রিঙ্কু সাহা। বিরোধী হিসেবে ছিল সিপিএম ও বিজেপি।
রিঙ্কুদেবী প্রথম থেকেই দিদির উন্নয়নকে হাতিয়ার করে গ্রামের মহিলাদের নিয়ে প্রচার শুরু করেন। তবে মূলত লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখেই বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। আর তাতেই মেলে সাফল্য। ৫৭৪ ভোটে লিড করে জয় লাভ করেন তিনি। তবে এই জয় তিনি উৎস্বর্গ করেছেন মুখ্যমন্ত্রী ও মা মাটি মানুষের সরকারকে।
আগামী দিনে গ্রামের মানুষের সুখে ও দুঃখে পাশে থাকার পাশাপাশি স্বাস্থ্য পানীয় জল ও শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন জয়ী রিঙ্কুদেবী।