পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল বাংলার প্রান্তিক ছাত্রছাত্রীরা যেন শুধুমাত্র ভৌগোলিক দূরত্ব বা অর্থনৈতিক দুর্বলতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যেই ২০১১ সাল থেকে রাজ্যজুড়ে একের পর এক সরকার পোষিত বিশ্ববিদ্যালয় ও কলেজ গড়ে তোলা হয়েছে। এই সময়ে সারা বাংলায় ১৯টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয় এবং ৩৩টি সম্পূর্ণ সরকারি কলেজ স্থাপিত হয়েছে।
অর্থনৈতিক অসুবিধা দূর করতে চালু হয়েছে মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম’। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন মাত্র ৪ শতাংশ সরল সুদে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি টুইট করে জানিয়েছেন,
“আজ আপনাদের জানাতে পেরে ভালো লাগছে, এই প্রকল্পে ১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মোট ৩,৭৯৪ কোটি ৭৮ লক্ষ টাকা ঋণ পেয়ে দেশে-বিদেশে নির্বিঘ্নে তাঁদের উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন”।
এই সাফল্যে গর্ব প্রকাশ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মোহাম্মদ অপার্থিব ইসলাম বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী উদ্যোগ বাংলার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিশেষ করে গ্রাম ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা আজ দেশের যেকোনও প্রান্তে এমনকি বিদেশেও পড়াশোনার সুযোগ পাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার বহু ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে, যা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়”।
তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে রাজ্য সরকার যে নিরন্তর কাজ করে চলেছে, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।








