আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূমের রাজনগরে লকডাউন চলাকালীন কিছু মানুষের সচেতনতার অভাব

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহঃ সফিউল আলম , রাজনগর , বীরভূম : বীরভূম জেলার রাজনগর এলাকায় করোনা ভাইরাসের মোকাবিলা ও সচেতনতার ব্যাপারে এবং লকডাউনকে সামনে রেখে একাধিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কিন্তু তা সত্বেও কতিপয় মানুষের মধ্যে সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে৷ যা রীতি মতো উদ্বেগের ও আশংকার৷ স্বাভাবিক ভাবে এমন পরিস্থিতি কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে প্রশাসন সহ সংশ্লিষ্ট অনেককে৷

যদিও পুলিশ প্রশাসনের বক্তব্য, লকডাউনের যাবতীয় নিয়ম কানুন যাতে সকলে মেনে চলেন তার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ কয়েকটি ক্ষেত্রে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন৷

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য , প্রতিদিন সকাল থেকে বেশ কয়েক ঘন্টা রাজনগরের বাজার , বাসস্ট্যান্ড সহ একাধিক স্থানে মানুষ জনের ভিড় চোখে পড়ছে৷ ব্যাঙ্ক, মিনি ব্যাঙ্ক, গ্যাস অফিস এর সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে৷ অনেক ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় না রেখেই নাগরিকরা ভিড় জমাচ্ছেন৷ মাছ , সব্জীবাজারেও অনেকটা একই ধরণের চিত্র৷

ইতিমধ্যে লকডাউন অমান্য করায় রাজনগর থানার পুলিশ বেশ কিছু বাইক, সাইকেল প্রভৃতি আটক করেছে৷ সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পন্থা অবলম্বন করা হচ্ছে৷ পুলিশের পক্ষ থেকে গানের মাধ্যমেও সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে৷ অনেকের বক্তব্য, মানুষ জনকে নিজেদেরই সচেতন হতে হবে৷ তা না হলে শুধু প্রশাসনের পক্ষ থেকে এক্ষেত্রে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়৷ এখন দেখার, সাধারণ মানুষ এতকিছুর পরেও কতখানি সজাগ ও সচেতন হন৷

 

See also  কোলাঘাট থেকে সংবর্ধনা গেল চন্ডিপুর করোনা হাসপাতালে।।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি