ইডির ডাকে সাড়া। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ৷ মঙ্গলবার সন্ধেয় জয়শ্রী ঘোষকে নোটিশ পাঠায় ইডি৷ নিৰ্দিষ্ট কিছু নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। বুধবারই নিজাম প্যালেসে হাজিরা দিলেন জয়শ্রী ঘোষ৷ ইডি দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয় কুন্তলকে৷ মঙ্গলবার তৃণমূল তাঁকে বহিষ্কার করেছে। এদিকে, কুন্তলের নথি যাচাইয়ের সময় দেখা গেছে একাধিক ক্ষেত্রে কুন্তলের সম্পত্তির দ্বিতীয় নাম তাঁর স্ত্রী অর্থাৎ জয়শ্রীর। সেই নথির সূত্র ধরেই কুন্তলের স্ত্রীকে তলব করেছে ইডি। সূত্রের খবর,ইডি আধিকারিকরা জয়শ্রী ঘোষের আয় ও তাঁর সম্পত্তির উৎস সম্পর্কে জানতে চাইতে পারেন। এর আগে কুন্তলের ফ্ল্যাটে তল্লাশির সময়েও ইডির জেরার মুখে পড়েছিলেন তাঁর স্ত্রী।