১। অলিম্পিকে জোড়া পদক ভারতের:
অলিম্পিকে জোড়া পদক ভারতের। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক ভারতের, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মনপ্রীতদের। রবি দাহিয়ার হাত ধরে এলো কুস্তিতে রুপো।
২। পুজোর পর স্কুল খোলার ভাবনা:
পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনা আছে, জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চাহিদা সত্ত্বেও টিকার জোগান দিতে পারছে না কেন্দ্র, উদ্বেগ প্রকাশ অভিজিতের
৩। ভ্যাকসিনের দাবিতে চিঠি মমতার:
ভ্যাকসিনের দাবিতে ফের মোদীকে চিঠি মমতার। নীরব দর্শক হয়ে বসে থাকব না, বার্তা মুখ্যমন্ত্রীর। সীমান্তবর্তী রাজ্য হিসেবে গুরুত্বের দাবি। অশোকনগরে ভ্যাকসিন বিক্ষোভ সরাতে পুলিশের লাঠিচার্জ
৪। টিকা নিয়ে কেন্দ্রের দাবি:
দেশের মধ্যে বাংলাকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ টিকার ডোজ দেওয়া হয়েছে, দাবি কেন্দ্রের। সবচেয়ে বেশি টিকা পেয়েছে মহারাষ্ট্র, তার পরই পশ্চিমবঙ্গ, মমতার চিঠির উত্তরে জানাল কেন্দ্র
৫। পুরসভায় কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য:
কলকাতা পুরসভায় কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। ফলে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড টিকাকরণ
৬। আজ জয়েন্ট এন্ট্রান্সের ফল:
আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর সাড়ে তিনটে থেকে ওয়েবসাইটে ফলাফল
৭। কলকাতা-হাওড়ায় জ্বালানির আকালের আশঙ্কা:
অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে কলকাতা-হাওড়ায় জ্বালানির আকালের আশঙ্কা
৮। রাজ্যের জবাব তলব হাইকোর্টের:
কোভিড ক্ষতিপূরণ মামলায় রাজ্যের জবাব তলব হাইকোর্টের। আগামী ১২ অগস্টের মধ্যে দিতে হবে জবাব
৯। সাসপেন্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদরা:
রাজ্যসভায় সাসপেন্ড হওয়ার পর প্রতিবাদে সামিল তৃণমূলের সাংসদরা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রের। তৃণমূলের হয়ে মুখ খুললেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে
১০। যৌন ইঙ্গিতবাহী আচরণ, ধর্ষণ বলেই গণ্য হবে:
কোনও মেয়ের শরীরের যে কোনও অংশে কোনও রকম যৌন ইঙ্গিতবাহী আচরণ, ধর্ষণ বলেই গণ্য হবে, জানালো কেরালা হাইকোর্ট
১১। প্লাবনে জলবন্দি তিন জেলা:
বাড়ছে নদীর জলস্তর, সঙ্গে আরও বৃষ্টির ভ্রুকুটি, প্লাবনে জলবন্দি তিন জেলা
আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত।১৮৮১ সালে আজকের দিনে আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেন। পেনসিলিন আবিষ্কারের জন্য এই বিজ্ঞানী ১৯৪৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
দ্বিতীয় ইনফোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত।১৯৪৫ সালে আজকের দিনে জাপানের হিরোসিমা শহরে পারমাণবিক বোমা ‘লিটল বয়’ বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় সত্তর হাজার মানুষ তৎক্ষণাৎ মারা যায়।
শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ১২৩.০৭ পয়েন্ট বেড়ে ৫৪৪৯২.৮৪ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৬২৯৪.৬০ পয়েন্টে।
আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে।বৃহস্পতিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবারসর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের উদ্ধৃতি :-
কোনও জাতির বা মানবসমাজের ইতিহাস হইতেছে, তাহার সভ্যতার ও সংস্কৃতির ইতিহাস। কথাটি বলেছেন, ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায়