18 অগস্ট 2021 :-
১। মহিলারাও থাকবেন আফগান সরকারের কাজে:
মহিলারাও থাকবেন সরকারের কাজে, তবে শরিয়তি আইন মেনে, বললেন তালিবান নেতা। তালিব জঙ্গিরা কখন আমাকে খুন করবে, তার অপেক্ষায় রয়েছি! বললেন দেশের প্রথম মহিলা মেয়র।
২। বিমানবন্দরে একা পড়ে রইল কোলের শিশু:
তালিবান আতঙ্কে ঘরছাড়া মা-বাবা, বিমানবন্দরে একা পড়ে রইল কোলের শিশু। বিমানবন্দরে গুলি চালিয়ে উল্লাস। তালিবানি রাজে নগর নারীশূন্য। দেশ ছেড়ে পালালেন আফগানের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর
৩। ভারতীয়দের ফেরাতে উদ্যোগী সরকার:
আফগানিস্তান থেকে ১৭০০ ভারতীয়র দেশে ফেরার আবেদন। খবর বিদেশ মন্ত্রক সূত্রের। আফগানিস্তানে বসবাসকারী হিন্দু-শিখদের ফেরাবে ভারত, কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে সিদ্ধান্ত মোদীর। ফেরাবে বায়ুসেনার বিশেষ বিমান, যেতে পারে চার্টার্ড ফ্লাইটও
৪। তালিবান সরকারকে মান্যতা রাশিয়া, তুরস্কের:
চিন-পাকিস্তানের পর এবার তালিবান সরকারকে মান্যতা রাশিয়া, তুরস্কের। গনি সরকারের থেকে বর্তমান অবস্থা ভালো, দাবি মস্কোর। সেনা প্রত্যাহারের দায় ট্রাম্পকে চাপালেন বাইডেন।
৫। শহিদ সম্মান যাত্রায় গ্রেফতার ৩০:
বিজেপির শহিদ সম্মান যাত্রা শুরুর আগেই তৎপর পুলিশ, গ্রেপ্তার বিধায়ক-সহ ৩০। বাগডোগরায় নিশীথ প্রামাণিককে বার বার পথে আটকানোর অভিযোগ। নতুন মন্ত্রী তাই এ সব বলছেন, কটাক্ষ গৌতম দেবের ।
৬। সিপিএম থেকে সাসপেন্ড হতে পারেন অজন্তা:
অজন্তার কলমে ‘খাঁড়া’! ৩ মাসের জন্য অনিল-কন্যাকে সাসপেন্ড করতে পারে সিপিএম
৭। ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান টি ২০ ম্যাচ:
২৪ অক্টোবর ভারত-পাকিস্তান টি ২০। ওই ম্যাচ দিয়েই টি২০ বিশ্বকাপের শুরু বিরাটদের ।
আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত। ১৯৫১ সালে আজকের দিনে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে স্থাপিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। এটিই ভারতের প্রথম আইআইটি শিক্ষা প্রতিষ্ঠান।
দ্বিতীয় ইনফোটি প্রয়াণ সংক্রান্ত। ১৯৮০ সালে আজকের দিনে সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাস প্রয়াত হন৷ তিনি জর্জ বিশ্বাস নামেও সমধিক পরিচিত ছিলেন। গণসঙ্গীত, আধুনিক গান ছাড়াও ৩০০টির উপর রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন ভারতের গণনাট্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ এই শিল্পী৷
শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ২০৯.৬৯ পয়েন্ট বেড়ে ৫৫৭৯২.২৭ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৬৬১৪.৬০ পয়েন্টে।
আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে।মঙ্গলবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবারসর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের উদ্ধৃতি :-
প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। কথাটি বলেছেন, আব্রাহাম লিঙ্কন