২৮ শে জুলাই , ২০২১ :-
১। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক দিল্লিতে:
বৃষ্টিভেজা দিল্লিতে মোদী-মমতার ২৫ মিনিটের বৈঠক, আরও বেশি টিকার দাবি মুখ্যমন্ত্রীর, সরব রাজ্যের নাম বদল নিয়েও। পেগ্যাসাস নিয়ে সর্বদল বৈঠক চেয়ে মমতার দরবার মোদীর কাছে
২। সোনিয়া-মমতা বৈঠক আজ:
আজ সনিয়ার সঙ্গে ‘চায়ে পে চর্চা’ মমতার। তাঁর সঙ্গে দেখা করলেন কমল নাথ, আনন্দ শর্মা। ২০২৪-এর লোকসভা ভোটে মোদী-বিরোধী মুখ কে? আগেই ঠিক করা উচিত, বললেন মমতা
৩। এনএইচআরসি-র রিপোর্ট নিয়ে বিস্ফোরক রাজ্য:
ভোট পরবর্তী হিংসা: সদস্যদের নাম উল্লেখ করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এনএইচআরসি-র রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকার
৪। চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট:
শিশুদের টিকাকরণ সম্ভবত অগস্ট থেকেই, আশ্বাস কেন্দ্রের। বিশ্বে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। বিধি অমান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আম জনতার, করোনা রোধে কড়া নির্দেশ বাংলার মুখ্যসচিবের। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু কত? জানতে চেয়ে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
৫। ১০০% পড়ুয়াকে পাশ করানোর সিদ্ধান্ত:
৯০ শতাংশ নয়! লাগাতার বিক্ষোভের জের, মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও ১০০% পড়ুয়াকে পাশ করানোর সিদ্ধান্ত সংসদের
৬। ত্রিপুরায় গৃহবন্দি পিকের টিম:
গৃহবন্দি পিকের টিম, ঘটনার তীব্র নিন্দা করে আইপ্যাক কর্মীদের ছাড়াতে ব্রাত্য, মলয় আর ঋতব্রতকে ত্রিপুরা পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী
৭। অসম-মিজোরাম সীমানা সংঘাত:
অসম-মিজোরাম সংঘর্ষ বিজেপির ব্যর্থতা, টুইট করে যৌথ আক্রমণে অভিষেক-রাহুল। শান্তি চাই, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না, জানালেন অসমের মুখ্যমন্ত্রী
৮। পিছিয়ে যাচ্ছে নাগরিকত্ব আইন:
৬ মাস পিছিয়ে যাচ্ছে নাগরিকত্ব আইন প্রণয়ন, সংসদেই জানিয়ে দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক
৯। বাসবরাজ বোম্মাই কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী:
কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে ৬১ বছরের বাসবরাজ বোম্মাইকে বেছে নিল বিজেপি, ইয়েদুরাপ্পার পর রাজ্যে ক্ষমতায় লিঙ্গায়েত নেতা
১০। বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে লভলিনা:
অলিম্পিক্স বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে অসমের লভলিনা, হারালেন জার্মান প্রতিপক্ষকে
আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি বিশ্বের ইতিহাস সংক্রান্ত। ১৯১৪ সালে আজকের দিন থেকে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ-এর হত্যার পর অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে৷ সেই ঘটনার কারণেই যুদ্ধের সূচনা।
দ্বিতীয় ইনফোটি জন্মগ্রহণ সংক্রান্ত। ১৯৩৬ সালে আজকের দিনে গারফিল্ড সোবার্স বার্বাডোজ-এর ব্রিজটাউন-এ জন্মগ্রহণ করেন৷ তিনি ৯৩টি টেস্ট খেলে ৮০৩২ রান করেন এবং ২৩৫টি উইকেট নেন৷
শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ২৭৩.৫১ পয়েন্ট পড়ে ৫২৫৭৮.৭৬ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৫৭৪৬.৪৫ পয়েন্টে।
আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের উদ্ধৃতি :-
জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না। কথাটি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর