আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক তবু থেমে থাকেনি কবির কলম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমান-সেহারা, বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। তাই মহামারির আকার ধারণ করতে চলেছে মারণ ভাইরাস করোনা। তবু থেমে থাকেনি কবির কলম। বর্তমান পরিস্থিতি, সমাজ, সময় প্রভৃতির ওপর কবিতা লিখলেন সেই কবি। তিনি আর কেউ নন। পূর্ব বর্ধমান জেলার সেহারা অঞ্চলের ফকিরপুর গ্রামের পল্লী কবি তড়িৎকান্তি দে। পৃথিবীর বর্তমান চেহারা, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবেশ ও মানুষের ক্রিয়া-কলাপ এর সমগ্র অংশ।

এই নিয়েই তিনি চার পাঁচটি কবিতা লিখে ফেললেন।গোটা বিশ্বজুড়েই চলছে করোণার ভয়াবহ পরিস্থিতি। সবাই চেষ্টা করছে এই মহামারী কে রুখতে। আজ বিশ্ব থমকে গেছে, ভয়ংকর মহামারী রূপ নিয়েছে। শতাব্দীর পর শতাব্দী এসেছে মহামারী, এসেছে দুর্ভিক্ষ,এসেছে মন্বন্তর।তবু বেঁচে থাকতে চাই লড়াই। মানুষ জাতি অমৃতের পুত্র,তাদের থেকে বেঁচে থাকতে হবে ভবিষ্যতের জন্য।

ভারতবর্ষের অন্তর্গত বাংলারগ্রামের কবি তিনি। এই মহামারী নিয়েই লিখে ফেলেছেন চার-পাঁচটি কবিতা, যেমন- “অন্তহীন প্রতীক্ষা”, “এই সময়” “তোমার জন্য” প্রভৃতি। তারমধ্যে একটি কবিতা ধরা পরল আমাদের কৃষক সেতুর ক্যামেরায়।


See also  ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে নালিশ করে বসলেন দুর্গাপুরের বাসিন্দা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি